অ্যাপলকে ছাড়িয়ে গেলো শাওমি!

১ ডিসেম্বর, ২০২০ ০২:৩৪  
মহামারির প্রথম দিকের অবস্থা থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ব স্মার্টফোন বাজার। সাম্প্রতিক বাজার গবেষণা থেকে তেমনই ফলাফল প্রতীয়মান হচ্ছে। গার্টনারের তেমনই এক বাজার গবেষণায় ধারণা করা হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে অ্যাপলকে ছাড়িয়ে গেছে চীনের শাওমি। গত বছর একই সময়ে শাওমি ৩২.৯ মিলিয়ন ইউনিট (৮.৫ শতাংশ মার্কেট শেয়ার) ফোন বিক্রি করলেও এবছর সেটি ৪৪.৪ মিলিয়ন ইউনিটে উন্নীত হয়েছে। গত প্রান্তিকে তাদের বাজারে শেয়ারের পরিমান ১২.১ শতাংশে উন্নীত হয়েছে। অ্যাপলের গত বছরের তুলনায় বাজারে শেয়ার বাড়লেও তাদের ৪০.৬ মিলিয়ন ইউনিট আইফোন বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় সামান্য কম। প্রতিবেদন অনুযায়ী, ৮০.৮ মিলিয়ন ইউনিট বিক্রি অর্থাৎ ২২ শতাংশ শেয়ার নিয়ে বাজারে শীর্ষস্থানে রয়েছে স্যামসাং। পরেই রয়েছে হুয়াওয়ে। যদিও হুয়াওয়ে গত বছর ৬৫.৮ মিলিয়ন ফোন বিক্রি করলেও এবার তাদের ফোন বিক্রি হয়েছে ৫১.৮ মিলিয়ন ইউনিট। ডিবিটেক/বিএমটি